দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে (Durga Puja) শহরের আকাশছোঁয়া রেস্তরাঁয় (Roof Top Restaurant) ফের প্রাণ ফেরাচ্ছে পুর প্রশাসন। তবে খোলা ছাদে খাওয়াদাওয়ার ছাড়পত্র মিলছে একগাদা শর্তের খাতায় সই করে তবেই।
অতীতের ভয়াবহ আগুনের স্মৃতি (Stephen Court Incident) এখনও টাটকা। তাই এবারে ঢালাও কড়াকড়িতে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বার্তা, “ছাড়পত্র চাই? তা হলে অগ্নি-নিরাপত্তা আগে!”