দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান এবং 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময়ের তুমুল গুঞ্জন আজও জারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রায় দুই দশক আগের একটি সাক্ষাৎকার, যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে শাহরুখের মজার মন্তব্য নতুন করে চর্চার জন্ম দিয়েছে।
সময়টা ছিল ২০০৬ সাল। ফারহান আখতার পরিচালিত 'ডন' ছবিতে প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। অনস্ক্রিন 'ডন-রোমা'র এই জুটি দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল। মালয়েশিয়ায় 'ডন'-এর শুটিং চলাকালীন শাহরুখ যেভাবে প্রিয়াঙ্কার যত্ন নিয়েছিলেন, তা তখন 'টক অফ দ্য টাউন' হয়ে ওঠে।
#REL