দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির (Diwali) আলোয় ঝলমল করেছিল গোটা মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। কিন্তু আনন্দের সেই রাতই যেন অন্ধকারে ঢেকে গেল শতাধিক পরিবারের জীবনে। মাত্র তিন দিনে রাজ্যের বিভিন্ন জেলায় চোখে মারাত্মক চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১২২ জন শিশু। তাদের মধ্যে অন্তত ১৪ জন দৃষ্টিশক্তি হারিয়েছে। কারণ— ‘কার্বাইড গান’ (Carbide Guns), স্থানীয় ভাষায় যাকে বলে ‘দেশি ফায়ারক্র্যাকার গান’ (Desi Firecrackers Gun)।
চিন্তার বিষয়, এই পরিস্থিতি বাংলাতেও কার্বাইড গানের হিড়িক লেগেছে। মালদহে কার্বাইড বন্দুকের বিস্ফোরণে চোখের দৃষ্টি হারাতে বসেছেন, এমন ১০ জনের সন্ধান মিলেছে।