দ্য ওয়াল ব্যুরো: সবুজ পাহাড় আর নৈসর্গিক, প্রাকৃতিক সৌন্দর্যের কোলে অরুণাচল প্রদেশ স্বমহিমায় বিরাজ করছে। শুধু মনভোলানো প্রাকৃতিক দৃশ্যই নয়, ইকো-কালচারাল গন্তব্য হিসেবেও অরুণাচলের বিপুল সম্ভাবনা রয়েছে। সবুজ পাহাড়, নদীর ধারা, আর স্থানীয় উপজাতি সংস্কৃতির অনন্য মেলবন্ধন এই রাজ্যকে করে তুলেছে প্রকৃতির কোলে এক অপার আকর্ষণ।
এইবার সেই তালিকায় প্রাকৃতিক সৌন্দর্যের আরও এক নতুন সংযোজন। বিশ্বের অন্যান্য অঞ্চলে অবাধ ওড়াউড়ি থাকলেও এই প্রথম তারা বাসা বেঁধেছে অরুণাচলের শান্তির আঁচলে।