দ্য ওয়াল ব্যুরো: মহাকাশের দিকে তাকালে সাধারণত আমরা চাঁদ, সূর্য, গ্রহ আর আমাদের মিল্কি ওয়ে (ছায়াপথ) গ্যালাক্সি-র কথাই ভাবি। কিন্তু বিজ্ঞানীরা এবার আমাদের ছায়াপথের বাইরে, বহু দূরে এমন কিছু খুঁজে পেয়েছেন যা রীতিমতো চমকে দিয়েছে।
আমাদের প্রতিবেশী এক ছোট্ট গ্যালাক্সি আছে, যার নাম লার্জ ম্যাগেলানিক ক্লাউড (LMC)। সেখানে একটা নতুন তারা সবেমাত্র জন্ম নিচ্ছে। বিজ্ঞানীরা যখন সেই তারার চারপাশটা দেখলেন, তখন তাঁরা বরফের মধ্যে এমন কিছু উপাদান খুঁজে পেলেন যা প্রাণের জন্য ভীষণ দরকারি।
#REL