দ্য ওয়াল ব্যুরো: চেতলায় উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম অশোক পাসওয়ান, বয়স আনুমানিক ৪০।
শনিবার রাতে মদের আসর বসেছিল চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে। মদ্যপান করছিলেন অশোকও। স্থানীয়রা জানান, সেই সময় অশোকে সঙ্গে বচসা বাধে বাকিদের। অশোকের এক 'বন্ধু' হঠাৎ তাঁর ওপর চড়াও হন এবং শাবল চালিয়ে দেন।
#REL
এমনভাবে শাবল অশোকের শরীরে গেঁথে দেওয়ার চেষ্টা হয়, যে তা ওঁর ঘাড়ের পাশ দিয়ে ঢুকে যায়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে যান। খবর পৌঁছয় পুলিশে। আধিকারিকরা পৌঁছে অশোককে উদ্ধার করতে গেলে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে। ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা।