দ্য ওয়াল ব্যুরো: শনিবার চেতলায় মদের আসরে বন্ধুর হাতে খুন হন বছর চল্লিশের এক ব্যক্তি। ১৭ নং বাস স্ট্যান্ডের কাছে শাবল দিয়ে কুপিয়ে মারা হয় তাঁকে। মেয়রের ওয়ার্ডে এমন ঘটনায় রাত থেকেই হইচই পড়েছিল, নিরাপত্তা নিয়েও উঠছিল প্রশ্ন। এবার চেতলা থানায় রাতারাতি এলেন ওসি।
জানা গেছে, কোনও ওসি ছিল না ওই থানায়। তাঁর দায়িত্ব সামলাচ্ছিলেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সুখেন্দু মুখোপাধ্যায়। এদিন সকালে সিপি মনোজ ভার্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছলে বিষয়টি সামনে আসে এবং তার কয়েকঘণ্টা পরই নিউ আলিপুর থানার অ্যাডিশনাল ওসি অমিতাভ সরখেলকে চেতলার ওসি পদে বসানো হয়।