দ্য ওয়াল ব্যুরো: নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজধানী দিল্লি (Delhi Acid Attack)। রবিবার সকালে রাজধানীর উত্তর-পশ্চিম অংশে লক্ষ্মীবাই কলেজের এক ২০ বছর বয়সি ছাত্রী কলেজে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে যানা গেছে, এদিন ওই ছাত্রী অতিরিক্ত ক্লাসে যাওয়ার সময় তিন যুবক বাইকে করে এসে তাঁর পথ আটকায় (Delhi Acid Attack)। আচমকাই তাঁর মুখের দিকে অ্যাসিড ছোড়ে। নির্যাতিতা হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলে দু'হাতেও গভীর ক্ষত হয়েছে।