দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি SIR-এর। তবে কমিশনের প্রস্তুতি বৈঠক, বুথভিত্তিক ম্যাপিং, আর ভোটার তালিকা ঘিরে তৎপরতা দেখে একাংশের মত, এসআইআর ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। কমিশনের হাবভাবও বলছে, বাংলাতে এবার বিশেষ নিবিড় সমীক্ষার পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন।
যদি সত্যিই SIR হয়, তাহলে বড় ভূমিকা নিতে পারে ২০০২ সালের ভোটার তালিকা। কারণ, কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে বাংলাতেও শেষবারের মতো করা এসআইআর অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকাকেই ব্যবহার করা হবে ভিত্তি হিসেবে।
#REL