দ্য ওয়াল ব্যুরো: ভারতের সর্বোচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর ২০২৫ থেকে তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাই (BR Gavai) ২৩ নভেম্বর অবসর নেবেন।
আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ‘এক্স’-এ লিখেছেন, “ভারতের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি বিচারপতি সূর্য কান্তকে ২৪ নভেম্বর ২০২৫ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”