সুমন বটব্যাল
রবিবাসরীয় সন্ধেয় হঠাৎ হাওড়ায় হইচই। কারণ, হাওড়া পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা দেন ডাঃ সুজয় চক্রবর্তী। পরে রাতে সাংবাদিক বৈঠক করে সুজয়বাবু বলেন, ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বের প্রতি তাঁর শ্রদ্ধা ও আস্থা অটুট রয়েছে।