দ্য ওয়াল ব্যুরো: তিন মাস আগে 'রিমোট জব'-এর জন্য সিলেক্ট হয়েছিলেন নেপালের এক যুবক। প্রথম স্যালারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর নিজেই চমকে গেছেন, এই টাকা যে তাঁর পরিবারের ৬জনেরও মিলিত মাসিক স্যালারি নয়।
ভারতীয় মুদ্রায় ৮৭ লক্ষ টাকা বেতন, কিন্তু কী ভাবে সেটা খরচ করবেন! উপায় বলে দিলেন তাঁর দুবাইয়ের অফিসের বস। সোজা হিসাব, স্ত্রীকে ফুল কিনে দিন।