দ্য ওয়াল ব্যুরোঃ কলকাতার ব্যস্ত সকালে যখন শহর ছুটে চলে নিজের কাজের খোঁজে, তখন তিনি হাঁটেন অন্য পথে। কারও হাতে কফির কাপ, তাঁর হাতে ফুড ভ্যানের স্টিয়ারিং। গন্তব্য হাসপাতালের সামনে, আর উদ্দেশ্য একটাই — ক্ষুধার্ত মুখে একমুঠো ভাত তুলে দেওয়া। তিনি পার্থ চৌধুরী — সবার প্রিয় “হসপিটাল ম্যান”।
#REL