দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বাংলায় SIR শুরু হচ্ছে। অথচ, এই নতুন নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া ঘিরে মতুয়া সমাজে ছড়িয়েছে আতঙ্কের ছায়া। নাগরিকত্বের প্রশ্নে একদিকে উদ্বেগ, অন্যদিকে ঠাকুরবাড়িতে চলছে অন্য চিত্র— সারি সারি মানুষ, হাতে আবেদনপত্র, আর সামনে লেখা বোর্ড: 'হিন্দুত্ব কার্ড বিতরণ ক্যাম্প'।
ঠাকুরনগরের এই ক্যাম্পের আয়োজক ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’, সই করেছেন সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সংগঠনের দাবি, এই 'হিন্দুত্বের সার্টিফিকেট' বা 'মতুয়া কার্ড' দিয়েই CAA-র আওতায় নাগরিকত্বের আবেদন করা যাবে।
#REL