দ্য ওয়াল ব্যুরো: এই গ্রামে একজনও মুসলমান বাস করেন না। আমি তাই সিদ্ধান্ত করেছি এ গ্রামের নাম বদলে রাখব কবীর ধাম (Kabir Dham)। আপনারা গ্রাম থেকে প্রস্তাব পাঠালেই আমি সরকারি বিজ্ঞপ্তি জারি করে দেব।
উত্তর প্রদেশের একটি গ্রামের নাম বদলে এমনই যুক্তি পেশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যোগীর রাজ্যে গ্রাম শহরের নাম বদল নতুন কিছু নয়। ফৈজাবাদ জেলার নাম বদলে রাখা হয়েছে অযোধ্যা। এলাহাবাদের নতুন নাম প্রয়াগ রাজ। ওই সব ক্ষেত্রে বিজেপি সরকার দাবি করেছিল মুসলিম শাসকেরা সেখানকার সনাতনী নাম বদলে দিয়েছিলেন। তাই পুরনো নাম ফেরানো হচ্ছে।