দ্য ওয়াল ব্যুরো: ৩০ হাজার কর্মীকে চাকরি থেকে বসিয়ে দেবে অ্যামাজন (Amazon)। চলতি সপ্তাহেই শুরু হবে ছাঁটাই। সংবাদ সংস্থা রয়টার্স কোম্পানির একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, যে ৩০ হাজার কর্মচারীকে বসানো হবে তাদের বেশির ভাগই উঁচু পদে কর্মরত, কোম্পানির পরিভাষায় কর্পোরেট স্টাফ।
রয়টার্স আরও জানাচ্ছে ২০২২ এরপর এত বড় ছাঁটাই অভিযান অ্যামাজনে হয়নি। সেবার ২৭ হাজার কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী ওই সংস্থায় প্রায় সাড়ে তিন লাখ মানুষ চাকরি করেন।