দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে ছটপুজোর (Asansol) আবহে চাঞ্চল্য! শহরের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পোস্টার— তাতে লেখা, “লাপাতা সাংসদ শত্রুঘ্ন সিনহা কোথায়?” (Laapata TMC MP) এই পোস্টার (Shatrughan Sinha) ঘিরেই নতুন করে জ্বলে উঠেছে তৃণমূল–বিজেপি (TMC BJP) সংঘাত।
তৃণমূলের দাবি, এই পোস্টার বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ। জেলা তৃণমূল সভাপতি কঞ্চন রায় বলেন, “এই কাজ বিজেপির। রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে না পেরে নোংরা রাজনীতি শুরু করেছে তারা।”