দ্য ওয়াল ব্যুরো: আত্মবিশ্বাসী সুরেই ভবিষ্যদ্বাণী করলেন ভারতের (India) প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তাঁর দাবি, এখনকার ফর্মে থাকলে অভিষেক শর্মা (Abhishek Sharma) সহজেই উড়িয়ে দেবেন অস্ট্রেলিয়ার (Australia) পেসার জশ হেজলউডকে (Josh Hazlewood)।
এশিয়া কাপে (Asia Cup 2025) দুরন্ত ছন্দে ছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার। টুর্নামেন্টের সর্বোচ্চ রানস্কোরার। তাঁর ব্যাটেই ভারত অপরাজেয় থেকে ট্রফি জেতে। আইপিএলে (IPL) ধারাবাহিক পারফরম্যান্সের পর থেকেই অভিষেকের উত্থান চোখে পড়ার মতো। এখন তিনি র্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের এক নম্বর টি–২০ ব্যাটার।