দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) চিক্কবল্লাপুর জেলার নন্দিগিরিধামার ঐতিহাসিক টিপু সুলতানের (Tipu Sultan) প্রাসাদে ভাঙচুরের ঘটনা ঘটল। ভাঙচুরকারীরা প্রাসাদের দেওয়ালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) নাম খোদাই করে রেখেছে বলে জানা গিয়েছে।
‘বেঙ্গালুরু মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রাসাদটি পর্যটন, উদ্যান এবং জেলা পুলিশের তত্ত্বাবধানে থাকলেও, ঘটনার পরও বেশ কিছুদিন কেউ বিষয়টি খেয়াল করেননি। পরে কয়েকজন পর্যটক দেওয়ালের ছবি তুলে প্রশাসনকে জানানোর পর বিষয়টি সামনে আসে।