দ্য ওয়াল ব্যুরো: তিনি বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলের (IPL 2025) উদীয়মান তারকা। গুজরাত টাইটানসের বিরুদ্ধে বিধ্বংসী শতরান, মাত্র ৩৫ বলে হাঁকিয়ে রেকর্ড বুকে নাম তুলেছেন। পাশাপাশি চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরির আগে ইনিংস থমকে গেলেও যেভাবে ধীরস্থিরভাবে রান করেছেন, মাথা ঠান্ডা রেখে মিডল অর্ডারের ঝাপ্টা সামলেছেন, তাতে বৈভব যে সব ধরনের ক্রিকেটের জন্য প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট।