দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলপ্রেমীরা (jungle lover) মানেন তার প্রেমে আলাদা একটা অনুভূতি রয়েছে, প্রতিবার সে অন্য রূপে ধরা দেবে। সেই টানে যে একবার আটকে গেছে, সে জানে জঙ্গলের প্রেমে দুনিয়ার সব টান উপেক্ষা করা যেতে পারে। আর এমন একটা জীবনকেই বেছে নিয়েছেন অপরূপা (Aparupa Dey wildlife photographer)। সঙ্গী একটা ক্যামেরা।
ছবি তোলা (photography) অনেকের কাছে নিছক শখ, কারও কাছে পেশা। কিন্তু কারও কারও কাছে এটা আজীবনের পুরনো না হওয়া প্রেম (love for photography)। সেই প্রেমকে তিনি বেছে নিয়েছেন বলার থেকে বোধহয় ওই প্রেমই তাঁকে গড়ে নিয়েছে, এমনটাই মনে হয় অপরূপার।