দ্য ওয়াল ব্যুরো: তীব্র ঘূর্ণিঝড় 'মান্থা' (Cyclone Montha) মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে (Andhra Pradesh Storm), যার ফলে দক্ষিণের এই রাজ্যে ব্যাপক বিঘ্ন ঘটেছে। পার্শ্ববর্তী ওড়িশার ১৫টি জেলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় 'মান্থা'-র প্রভাবে ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কোণাসীমা জেলায় একজন মহিলা মৃত। ঝড়ের ধাক্কায় একটি গাছ তাঁর বাড়ির উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। একই জেলায় নারকেল গাছ উপড়ে যাওয়ায় একজন বালক ও একজন অটোরিকশা চালক আহত হয়েছেন।