দ্য ওয়াল ব্যুরো: শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় 'মান্থা' (Cyclone Mantha)। তবে তার আগে মঙ্গলবার প্রায় সারারাত অন্ধ্রপ্রদেশজুড়ে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় (Cyclone hits Andhra Pradesh)। গতকাল রাতেই এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছিল। সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩। নিখোঁজ দু'জন।
গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ ‘মান্থা' (Cyclone Mantha) অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে। সেইসময় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। এই প্রক্রিয়া চলে আরও ৩-৪ ঘণ্টা।