দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কেরিয়ারে এই বছরটি নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে কিছু বড় ছবি থেকে বাদ পড়া, এরপর মাতৃত্বকে প্রাধান্য দেওয়ায় অভিনয়ের শিফট নিয়ে শর্ত দেওয়া, সব মিলিয়ে দীপিকা রয়েছেন আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি এক গুরুতর ঘটনায় তাঁর অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'-তে অভিনয় করা সত্ত্বেও ছবির শেষে অভিনেতা-অভিনেত্রীদের নামের তালিকা (ক্রেডিট)-এ দীপিকার নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনা নেটপাড়ায় রীতিমতো আলোড়ন ফেলেছে।
#REL