দ্য ওয়াল ব্যুরো: ভাঙড় (Bhangar) আবারও রাজনীতির অগ্নিগর্ভ কেন্দ্রে। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন চড়ছে পারদ। মঙ্গলবার গভীর রাতে ফের উত্তেজনা ছড়াল তৃণমূল নেতা কাইজার আহমেদের বাড়ির সামনে (Kaiser Ahmed)।
অভিযোগ, তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতা (TMC Conflict ) বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী-সমর্থক এসে কাইজারকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ ও খুনের হুমকি দেয়।
#REL