দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞানের অগ্রগতি অনেক সময় আশীর্বাদ আবার কখনও অভিশাপ। এবার সেই ভয় ধরানো নতুন আবিষ্কারের নাম ‘মিরর লাইফ’ (Mirror Life) বা আয়নার মতো জীবন। এখনও পর্যন্ত এই প্রযুক্তি বাস্তবে তৈরি হয়নি, কিন্তু এর ভয়াবহ সম্ভাবনা দেখে এখন থেকেই সতর্ক করছেন বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা, এই কৃত্রিম জীব একবার তৈরি হয়ে গেলে, তা মানুষ ও প্রকৃতির জীবনের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে।
‘মিরর লাইফ’ কী?