দ্য ওয়াল ব্যুরো: শূন্যপদ বাড়ানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে ফের পথে নামলেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন পরীক্ষার্থীরা। বুধবার করুণাময়ীতে জড়ো হয়ে বিকাশ ভবনের দিকে মিছিল শুরু করেন তাঁরা। প্রবল বৃষ্টি মাথায় নিয়েই এগোতে থাকেন বিক্ষোভকারীরা। তবে গোড়াতেই পুলিশের বাধায় আটকে পড়ে মিছিল।
পুলিশ জানায়, একসঙ্গে এতজনকে বিকাশ ভবনে যেতে দেওয়া যাবে না — কয়েক জন প্রতিনিধি গিয়ে দাবি পেশ করতে পারেন। তাতেই বেঁধে যায় বিতর্ক। পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত সেখানেই বসে পড়ে অবস্থান বিক্ষোভে SSC-র নতুন পরীক্ষার্থীরা।
#REL