দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা ছাউনি বাগডোগরার (Bagdogra Army Camp) ব্যাঙডুবিতে ফের অনুপ্রবেশ কাণ্ড। গুপ্তচরবৃত্তির সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে (Bangladeshi arrested) গ্রেফতার করল সেনা জওয়ানরা। সেনা ছাউনির ভেতরে রাস্তার কাজের সুপারভাইজার পরিচয়ে প্রবেশ করেছিল সে। পরে তল্লাশিতে তার কাছ থেকে ভারতের পাশাপাশি বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার হতেই ধরা পড়ে পুরো কাণ্ড।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরা ও আশপাশের এলাকায়। উঠছে প্রশ্ন — এত গুরুত্বপূর্ণ সেনা ছাউনির নিরাপত্তা বলয় (Security) ভেদ করল কীভাবে এক বাংলাদেশি?