দ্য ওয়াল ব্যুরো: অসমে কংগ্রেসের এক সভায় বাজল ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’। বাংলাদেশের জাতীয় সংগীত। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু রাজনৈতিক চাপানউতর। বিজেপির অভিযোগ, কংগ্রেস এখন ‘বাংলাদেশমুগ্ধ’। তাঁদের বক্তব্য, 'এমন এক সময় এই ঘটনা ঘটল যখন বাংলাদেশের নতুন মানচিত্রে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশকে নিজেদের বলে দেখানো হয়েছে।'
ঘটনাটি অসমের শ্রীভূমি জেলার (আগের নাম করিমগঞ্জ)। সেখানে কংগ্রেসের এক কর্মসূচিতে জেলাস্তরের নেতা বিধুভূষণ দাস গান ‘আমার সোনার বাংলা’। বিজেপি যতই বিষয়টিকে রাজনীতির আঙিনায় আনতে চাক, কংগ্রেস এনিয়ে মাথা ঘামাতে নারাজ।
#REL