দ্য ওয়াল ব্যুরো: ট্রোলের (Trolls, Viral video) জবাবে আবার ট্রোল—তাও এমন নাটকীয়তায় যে, নেটপাড়া হেসে গড়াগড়ি! রাজ্যের রাজনীতি মানেই যদি বিতর্ক আর বিদ্রুপের মিশেল হয়, তবে কুণাল ঘোষ (Kunal Ghosh) তার অন্যতম কেন্দ্রবিন্দু। কখনও দলের মুখপাত্র, কখনও সাংবাদিক, আবার এখন অভিনেতা—সব ভূমিকাতেই সমান স্বচ্ছন্দ তিনি। কিন্তু এই বহুমুখী কুণাল ঘোষ কীভাবে সহ্য করেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বয়ে যাওয়া বিদ্রূপের ঝড়?
উত্তরটা নিজেই দিলেন কুণাল—আর তা একেবারে ‘আরবি স্টাইলে’।