দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে ২২ জনকে নিয়ে নদীতে উল্টে গেল নৌকা। ভরতপুরের দিকে যাওয়ার সময় পারের কাছেই সেটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং উল্টে যায়। ১৩ জন ডুবে যান যার মধ্যে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে।
শেষ পাওয়া খবর পর্যন্ত নিখোঁজ আটজন, তাঁদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
#REL
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ২২ জন গ্রামবাসী লখিমপুর জেলার খৈরতিয়া গ্রামের বাসিন্দা। যাচ্ছিলেন ভরতপুরে। নদীর প্রবল স্রোতে আচকাই উলটে যায় নৌকাটি। স্থানীয়রা জানিয়েছেন, স্রোতের কারণেই ভারসাম্য হারান মাঝি।