দ্য ওয়াল ব্যুরো: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর (Chandannagar Jagaddhatri Puja) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন আলোয় মোড়া রাস্তা, অপরূপ সাজে মাতৃপ্রতিমা আর সেই বিখ্যাত নিরঞ্জন শোভাযাত্রা। দুর্গাপুজোর মতোই এই পুজোও চলে পাঁচ দিন ধরে। তবে যাঁরা চন্দননগর বা কৃষ্ণনগর যেতে পারেন না, তাঁরা কি এই উৎসবের আমেজ থেকে বঞ্চিত হবেন? মোটেই না। খাস কলকাতাতেই রয়েছে এমন অনেক বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2025), যেগুলির ইতিহাস শতবর্ষ পেরিয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক শহরের কয়েকটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর কথা।
চোরবাগান মৈত্র বাড়ির পুজো