দ্য ওয়াল ব্যুরো: নেটে অনুশীলনের সময় বলের আঘাতে প্রাণ হারালেন এক তরুণ অস্ট্রেলীয় ক্রিকেটার, বেন অস্টিন (Ben Austin)। ১৭ বছর বয়সী প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের এমন মৃত্যুর ঘটনায় স্তব্ধ ক্রিকেট মহল।
মঙ্গলবার মেলবোর্নে (Melbourne) টি–২০ ম্যাচের আগে অনুশীলনে নামেন অস্টিন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, স্বয়ংক্রিয় বোলিং মেশিন থেকে বিভিন্ন গতিতে বল ছাড়া হচ্ছিল। মাথায় হেলমেট থাকলেও ঘাড় ও গলার সংযোগস্থলে একটি ডেলিভারির আঘাত লাগে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন অস্টিন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার মৃত্যু হয় তাঁর।