দ্য ওয়াল ব্যুরো: রাতের নির্জন রাস্তা। দু’ধারে লাইন করে দাঁড়িয়ে ডজন ডজন কুকুর। কেউ তেড়ে আসছে না, কেউ মারামারি করছে না— শুধু মুখোমুখি দাঁড়িয়ে ডাকাডাকি করছে, যেন এক অদ্ভুত ভাষায় কথাবার্তা চলছে তাদের মধ্যে।
ঠিক এই দৃশ্য নিয়েই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন, এটা নাকি নয়ডার ঘটনা। কেউ আবার দাবি করছেন, ভিডিওটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বানানো। এই বিতর্কে আবার মুখ খুলেছে এআই প্ল্যাটফর্ম 'গ্রক'-ও। ফ্যাক্ট-চেক করে, বিষয়টি তারা বিশ্লেষণও করেছে এক্স-এ।