দ্য ওয়াল ব্যুরো: কলকাতার একবালপুর থানার লক-আপে হঠাৎ উত্তেজনা। হইচই পড়ে যায় পুলিশ আধিকারিকদের মধ্যে। কী করবেন বুঝে ওঠার আগে ফের কু-কাজ করতে শুরু করেন ওই বন্দি। তদন্ত শুরু হয়েছে।
থানার তরফে জানানো হয়েছে, এক যুবককে লকআপে রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তিনি বুধবার হঠাৎই নিজের জামাকাপড় খুলে ফেলে গান গেয়ে অশ্লীলভাবে নাচতে শুরু করেন। ওই সময় উপস্থিত পুলিশকর্মীরা হতভম্ব হন।
#REL
অভিযুক্তর নাম মহম্মদ শাহবাজ, বয়স ২৪। স্থানীয়দের কাছে তিনি পরিচিত 'পাগলা শাহবাজ' নামে। সোমবার আগ্নেয়াস্ত্র চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি ছিলেন ওই লকআপে।