দ্য ওয়াল ব্যুরো: অ্যাকাউন্ট থেকে হাওয়া ১.১৯ কোটি টাকা। ওটাই ছিল সারাজীবনের সেভিংস। শুনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধের। ডিজিটাল অ্যারেস্ট হয়েছিলেন বলে জানা যাচ্ছে, ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বইয়ের সাইবার ক্রাইম বিভাগ।
অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি আধিকারিক। সারাজীবন কাজ করে টুকটুক করে সামান্য টাকা জমিয়েছিলেন। এতবছর ধরে সেটাই ছিল সব। যা ফুলেফেঁপে ১.১৯ কোটি ও আরও কিছু টাকায় ঠেকেছিল। বৃদ্ধের বয়স ৮২ ও তাঁর স্ত্রী বছর ৮০-র।
#REL
তিন দিন ধরে ‘ডিজিটাল বন্দি’ছিলেন