দ্য ওয়াল ব্যুরোঃ সংগীত যে সব সীমারেখা ভেঙে মানুষকে এক করতে পারে, তার এক জীবন্ত উদাহরণ হতে চলেছে ‘Unity Concert 2025’। মঙ্গলবার কলকাতায় এক প্রেস কনফারেন্সে ঘোষণা করল আয়োজক সংস্থা Go Everywhere Tours & Travels Pvt. Ltd.।
#REL
একই মঞ্চে আসছেন ভারতের চার জনপ্রিয় ব্যান্ড— Euphoria, Fossils, Lakkhichhara এবং Chandrabindoo। গীতাঞ্জলি স্টেডিয়ামে আগামী ১ নভেম্বর, দুপুর ১টা থেকে শুরু হবে এই সুরের মেলা।