সেই সময়ে কলেজ জীবনে যখন অনেক তরুণই এনএসডি বা এফটিআইআই-র দিকে তাকাত, অঞ্জন দত্ত (Anjan Dutt) বেছে নেন তাঁর পথ। ১৯৭২ সাল, তিনি ঠিক করলেন, সিনেমা করবেন, মঞ্চাভিনয়ও করবেন, কিন্তু আইন নিয়ে পড়াশোনা নয়। বাবার ইচ্ছের বিরুদ্ধে, তিনি তাঁর অভিনয়শিক্ষা নিতে ছুটে গিয়েছিলেন নাট্যকার বাদল সরকারের কাছে।
বয়স তখন ১৯-২০, অত কম বয়সে, তিনি তাঁর সিদ্ধান্ত জানান অভিনয় শিখবেন। প্রথমে বাদলবাবু একটু দ্বিধান্বিত ছিলেন, পরিশ্রমী তরুণ অঞ্জনের অনুরোধ-প্রত্যয় দেখে তি মাসের জন্য তাঁকে গাইড করতে রাজিও হন।