দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাদের বিরুদ্ধে ট্র্যাভিস হেডের (Travis Head) বিশ্বকাপ ফাইনালের তাণ্ডব চালানোর দুঃস্বপ্ন ফিরে এল মুম্বইতে (Mumbai)। শুধু বদলে গেল মুখ! আজ শাসন করলেন ফোবে লিচফিল্ড। অস্ট্রেলীয় ব্যাটারের নির্ভুল স্ট্রোকপ্লে, অবিচল মানসিকতার সামনে অসহায় চেয়ে রইলেন হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা।
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) মেয়েদের বিশ্বকাপের (Women’s World Cup) সেমিফাইনালে লিচফিল্ডের (Phoebe Litchfield) ৭৭ বলে সেঞ্চুরির জেরে ভারত কার্যত কোণঠাসা। ৫ উইকেট হারালেও বড় রানের টার্গেট নিয়ে খেলে চলেছে অজি বাহিনী।