দ্য ওয়াল ব্যুরো: ভারতের এক শতাব্দী পুরনো শ্রম আইনে একটি শব্দবন্ধে চমকে গেল সুপ্রিম কোর্টও। তা হল—‘অপ্রাপ্তবয়স্ক বিধবা বোন’ (widowed minor sister)!
আইনের ভাষায় একে বলা হয় এমপ্লিয়জ কমপেনসেশন অ্যাক্ট (Employees’ Compensation Act, 1923)—যা মূলত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু বা আহত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণের নিয়ম নির্ধারণ করে। সেই আইনের ২(১)(ডি) ধারায় ‘নির্ভরশীলদের’ সংজ্ঞায় লেখা আছে—“A minor brother or an unmarried sister or a widowed sister, if a minor.” অর্থাৎ, অপ্রাপ্তবয়স্ক ভাই, অবিবাহিতা বোন, অথবা অপ্রাপ্তবয়স্ক বিধবা বোনও তাঁর উপর নির্ভরশীল।
#REL