দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তির আবেগ ও অন্তরের সঙ্গে চন্দ্র রাশির যোগসূত্র অনেকদিন ধরেই জ্যোতিষশাস্ত্রে (Astrology) আলোচিত। সম্প্রতি এই প্রাচীন ধারণাকে নতুনভাবে দেখা হচ্ছে, যা আমাদের ভেতরের আবেগ ও আচরণকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করছে। কেবল ব্যক্তিগত সম্পর্ক নয়, আত্ম-অনুসন্ধানেও চন্দ্র রাশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে — তা এখন অনেকেই অনুধাবন করছেন।
জ্যোতিষে চন্দ্র রাশির গুরুত্ব