দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৩৫ মিনিটে শেষ হল মুম্বইয়ের (Mumbai Hostage) এক সিনেমা অডিশন রুমে টানটান পণবন্দির ঘটনা। পাওয়াই এলাকার আরএ স্টুডিওতে ঘটনার সময়ে ১৭ জন কিশোর, দু’জন প্রাপ্তবয়স্ক ও এক বৃদ্ধ আটকে ছিলেন। পুলিশের আট সদস্যের কমান্ডো টিম (QRT) বাথরুমের সরু পথ ধরে ঢুকে রুদ্ধদ্বার অভিযানের পর উদ্ধার করল সকলকে।
কী ঘটেছিল স্টুডিওতে (Mumbai Hostage)