দ্য ওয়াল ব্যুরো: সময় বদলেছে। দেশও। কিন্তু উন্মাদনা এখনও সেই এক।
১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকব্লাস্টার ছায়াছবি ‘শোলে’র আনকাট ভার্সান সম্প্রতি প্রদর্শিত হয় ইতালির বোলোগনার একটি চলচ্চিত্র উৎসবে। যা দেখতে উপচে পড়ে সিনেমাপ্রেমীদের ভিড়। দর্শকদের কেউই হিন্দিভাষী কিংবা ভারতীয় নন। প্রায় সবাই ইতালির নাগরিক। তবুও শো হাউজফুল।