দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) পদে সোমবার দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
রবিবার অবসর নেন বিচারপতি ভূষণ আর গাভাই (CJI Bhushan R. Gavai)। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আজ অর্থাৎ সোমবার বিচারপতি সূর্য কান্ত ৫৩তম সিজেআই হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এই পদে তিনি থাকবেন আগামী ১৪ মাস।
#REL