দ্য ওয়াল ব্যুরো: পুরসভায় নিয়োগ দুর্নীতি (Municipal recruitment scam) মামলার নতুন ধাপ হিসেবে ইডি (ED) বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেকটাউনের এক ব্যবসায়ীর ফ্ল্যাট ও তারাতলার গোডাউনে অভিযান চালায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ৩ কোটি টাকা নগদ ও অজস্র নথি বাজেয়াপ্ত করা হয়েছে (recover crores of rupees and jewelry)।
সূত্রের খবর, অভিযানের লক্ষ্য ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়া ও গৌতম ঢনঢনিয়া-এর অফিস এবং বাসভবন। উদ্ধার হওয়া নথি থেকে প্রভাবশালী সংযোগের ছায়া মিলেছে। ইডি-র তদন্তকারীরা জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অর্থের উৎস যাচাই করা হচ্ছে।