দ্য ওয়াল ব্যুরো: তেরো বছরের অপেক্ষা শেষে যেন এক আবেগের বিস্ফোরণ। মুম্বইয়ের রাতটা বুধবার হঠাৎই আলোকিত হয়ে ওঠে স্প্যানিশ পপ সেনসেশন এনরিকে ইগলেসিয়াসের গানে। মসৃণ কণ্ঠ, হৃদয় কাঁপানো সুর—মঞ্চে ফিরেই যেন পুরোনো প্রেমের গল্প আবার শুরু করলেন এনরিকে। ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো—যেন এতদিনের অপেক্ষা এক রাতে গলে গেল সুরের উষ্ণতায়।
#REL