দ্য ওয়াল ব্যুরো: দিল্লির এক ২০ বছরের যুবক ভয়াবহ পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন তাঁর বাঁ পায়ের হাঁটুর নীচের অংশ এবং বাঁ হাতের বুড়ো আঙুল। কিন্তু ভাগ্য বদলে দিল চিকিৎসাবিজ্ঞান। সেই হারানো আঙুল ফিরে পেলেন নিজেরই পায়ের সাহায্যে।
এই বিরল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইক ও ট্রাক্টরের সংঘর্ষে যুবকের শরীরে মারাত্মক চোট লাগে। বাঁ পা হাঁটুর নিচ থেকে এবং বাঁ হাতের বুড়ো আঙুল পুরোপুরি কেটে যায়। চিকিৎসকেরা প্রথমে কাটা অংশ দুটি ফের বসানোর চেষ্টা করলেও, তীব্র ক্ষতচিহ্নের কারণে তা সম্ভব হয়নি।
#REL