দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের গোরখপুরে (Gorakhpur) নৃশংস খুন। ৩২ বছরের রাম আশিস নিষাদ (Ram Ashish Nishad) মেরে ফেলল নিজের বোন নীলমকে (Neelam)। তারপর দেহ বস্তায় ভরে মোটরবাইকে করে নিয়ে গিয়ে ফেলে আসল কুশীনগরের (Kushinagar) আখখেতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাগের টাকা নিয়েই হয়েছে এই খুন। নীলমের বাবা চিনকু নিষাদ (Chinku Nishad) সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ৬ লক্ষ টাকা পেয়েছিলেন। সেই টাকা মেয়ে নীলমের বিয়েতে খরচ করবেন বলে ঠিক করেন। শুনে রেগে যান দাদা রাম। নিজের অংশ দাবি করেন বাবার কাছে, না পেয়ে তৈরি হয় উত্তেজনা।
#REL