দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা শাহরুখ খান—একটি নাম, যেটি উচ্চারিত হলেই ভক্তদের চোখে ভেসে ওঠে এক কিলিং স্মাইল। এ বছর তাঁর জন্মদিন যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ। কারণ, ২ নভেম্বর কিং খান পা দিচ্ছেন জীবনের ষাট বছরে। দেশজুড়ে চলছে উৎসবের প্রস্তুতি—প্রেক্ষাগৃহে আবার মুক্তি পাচ্ছে তাঁর কালজয়ী হিট ছবি, ভক্তরা সারি বেঁধে অপেক্ষায় সেই বারান্দার সামনে, যেখানে প্রতি বছর দেখা মেলে তাঁদের প্রিয় তারকার।
কিন্তু এখানেই শেষ নয়। কিং খানের জন্মদিনের এই উন্মাদনায় যুক্ত হয়েছে আরেক রাজকীয় চমক—আসছে তাঁর পরবর্তী ছবি ‘King’-এর বহুল প্রতীক্ষিত ঘোষণা।