দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা, রোম্যান্স আর কমিটমেন্টের মানে আজ আর আগের মতো নেই। সময়ের সঙ্গে বদলাচ্ছে তার সংজ্ঞা, বদলাচ্ছে মানুষের মানসিকতাও। ভবিষ্যতে ঘনিষ্ঠতার ধারণা একেবারে নতুন আকার নিতে চলেছে— এমনটাই বলছে একটি সাম্প্রতিক সমীক্ষা।
ডেটিং অ্যাপ ‘QuackQuack’-এর করা ওই সমীক্ষা বলছে, ৩ জন কোটিপটি মানুষের মধ্যে অন্তত ১ জন মনে করেন, আগামী দশ বছরে বিয়ে আর সম্পর্কের ধারণা একেবারে পাল্টে যাবে।
#REL